Login Register
ক্রেডিট বাড়ানোর আরও নতুন সু্যোগ

ক্রেডিট নিয়ে অনেকের মনেই দুশ্চিন্তা রয়েছে। হবে নাই বা কেন, মুগ্ধবাংলায় প্রকাশিত বেশিরভাগ বই ক্রেডিট ছাড়া ডাউনলোড করা যায় না আর এ পর্যন্ত ক্রেডিট লাভের সুযোগও ছিল সীমিত। অ্যাড সাপোর্ট চালু না করলে শুধু লগিন বোনাস ছাড়া আর অন্য কোনো উপায়ে ক্রেডিট পাওয়া যায় না। অ্যাড অনেকে পছন্দও করে না (ব্যক্তিগতভাবে আমিও কিছু কিছু ব্লগের অ্যাড কোয়ালিটি দেখে তিতিবিরক্ত), আর তাই এ পর্যন্ত ৮৫ জন সদস্যের মধ্যে (কয়েকজন আবার দুই তিনটে অ্যাকাউন্ট করেছে প্রায় কাছাকাছি ইউজারনেম দিয়ে) প্রায় ৫৭ জন সদস্য অ্যাড সাপোর্টকে এড়িয়ে আমার সাইট পরিত্যাগ করেছেন। কারণ, ক্রেডিট উপায়ের অন্য পথ নেই তাই ডাউনলোড না করতে সাইটে আসাই ছেড়ে দিয়েছেন। এর জন্য কিছুদিন আগে আমি অনলাইন বইয়ের পাতা পড়ার সুযোগ করে দিয়েছি সামান্য ক্রেডিট খরচ করার বিনিময়ে। দিনে একবার লগিন করলে কমপক্ষে ৩ ক্রেডিট অর্থাৎ ৩পাতা বই পড়ার সুযোগ।

যাই হোক, কিছুদিন আগে সাইট কোড মডিফাই করে, সক্রিয় মেম্বারদের নতুন একটা সারপ্রাইজ উপহার দিয়েছি কমেন্টের জন্য ক্রেডিট প্রদান করার ব্যবস্থা করে। বিশেষ বিশেষ কিছু কমেন্ট, যেগুলি আমার মনে হয়েছে ভালো ও উপকার করেছে এই সাইটের সকল মেম্বারদের, সেগুলিতে আমি কিছু কিছু করে ক্রেডিট দিয়েছি। তার মানে এই নয় যে, আপনারা যথেচ্ছ কমেন্ট করে সাইট ভরিয়ে দেবেন, আর আমি সবাইকে ক্রেডিট দেব। কমিকস অনুবাদ করার পর তেমন সময় পাইনা প্রতিটা কমেন্ট পড়ে, তাতে ক্রেডিট দেবার। কিন্তু অবসর পেলে কিছু কিছু কমেন্টে ক্রেডিট অবশ্যই দেব। এতে আমি অর্থাৎ অ্যাডমিনের সিদ্ধান্তই চুড়ান্ত (রাগ করবেন না প্লিজ, হয়ত আপনাদের সুচিন্তিত পরিমিত মতামত দেখে, আমি এটা অটোম্যাটিক করে দিতে পারি ভবিষ্যতে)।

এবার থেকে বেশ কিছু বড়-বড় উৎসবে, প্রতিটি সক্রিয় মেম্বারকে কিছু পরিমান ক্রেডিট উপহার দেব। আপাতত, ঈদ(দুটো ঈদ মিলিয়ে একবার) পুজো, বড়দিন আর বাংলা ও ইংরেজী দুই নববর্ষে প্রতিটি সক্রিয় মেম্বারকে ৫-২৫ ক্রেডিট উপহার দেব। ইচ্ছে আছে বাঙালী মনীষীদের জন্মদিনেও উপহার দেওয়ার, সেটা এখনো সিস্টেমে করে উঠতে পারিনি,ভবিষ্যতে হবে।

ও হ্যাঁ, বন্ধুবর শরদিন্দু ঈষৎ ক্ষুন্ন হয়েছে, সে এত খেটে-খুটে কমিকস অনুবাদ করে দেয়, বিনিময়ে কোনো ক্রেডিট পায় না বলে! ওকে বলেছি,ওর ক্রেডিটের দরকার নেই, সব বইয়ের ডাইরেক্ট লিঙ্ক ওকে এমনিই পাঠিয়ে দিই মেল করে। শুনে বলেছে, আর বাকিরা? বাকিরা যদি পোস্ট করব মনে করে তবে? কথাটা মনের মধ্যেই ছিল। আজ ঘোষণা করছি এই পোস্টেই।

এই সাইটে যে কোনো ইউনিক পোস্টের জন্য ইউজার বইয়ের পাতা পিছু কমপক্ষে ১ ক্রেডিট করে পাবে। আর মুগ্ধবাংলা এক্সক্লুসিভ ব্যানারে অর্থাৎ মুগ্ধবাংলা সাইটের নাম ও ঠিকানা বিশিষ্ট ই-বইয়ের জন্য কমপক্ষে ১০০ ক্রেডিট করে পেয়ে যাবে একাধিকবার (জনপ্রিয়তা অনুসারে)।

15th August, 2019 6:44 PM, Last Edit by banglamax on 15th August, 2019 6:47 PM
Comments
#1

@banglamax ভাই অত্যন্ত আনন্দের খবর শোনালেন, আর তার সাথে ঈদ-বোনাস পেয়ে তো কথাই নেই। আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই ভাই।

...............

কিন্তু, ভাই এখানকার শেষের কথাটা ঠিক বুঝলাম না। এখানে প্রকাশিত সব বই-তো মুগ্ধবাংলার এক্সক্লুসিভ বলেই জানি, তাহলে ক্রেডিট কি হবে? একটু উদাহরন দিয়ে বোঝালে সুবিধা হত।


16th August, 2019 11:16 AM
#2

subha05, ধন্যবাদ পোস্টের একটি ত্রুটি ধরিয়ে দেবার জন্য। আসলে পোস্টটা লিখতে লিখতে লোডশেডিং হয়ে যাওয়ায়, তড়িঘড়ি বিশেষ কিছু ব্যাখ্যা না দিয়েই পোস্ট করে দিই।

=> কোনো সদস্য যখন কোনো নতুন বই শেয়ার করবে, সেটা সে এক বা একাধিক সাইটে শেয়ার করতে পারে। কিন্তু সে যদি তার বইতে "মুগ্ধবাংলা" নাম ও সাইটের ঠিকানা সহ পোস্ট করে (অন্য সাইটের নাম থাকতেও পারে বা নাও থাকতে পারে, সেটা ধর্তব্য নয়।) তবেই সেটাকে আমি এক্সক্লুসিভ হিসাবে ধরে নেব। এতে আমার লাভ হবে এই যে মুগ্ধবাংলার সদস্যরা নতুন বই যেমন পাবে, সেটার জন্য ক্রেডিটও (ক্রেডিটযুক্ত পোস্ট হলে) তাকে জমাতে হবে যে কোনো উপায়েই হোক। আর সদস্য যদি অন্য কোনো সাইট বা ফোরামে সেই একই বই শেয়ার করেনও, তাহলেও সেই সব সাইটের সদস্যরা কৌতুহলী হয়ে এখানে রেজিস্টার করতে পারেন। এইবার, কেউ যদি শুন্য ক্রেডিটযুক্ত কোনো বই এখানে ও অন্য কোনো ফোরামে শেয়ার করেনও, তাহলেও ওই পোস্টের ডাউনলোড লিঙ্কে হিট ও মন্তব্যের পরিমাণ (গুনতি নয় কিন্তু) বিচার করে এক বা একাধিকবার ১০০ করে ক্রেডিট পেতে পারেন।

আমি বা শরদিন্দু যে-সব বই এখানে প্রকাশ করি তার বেশিরভাগই অন্য কোনো সাইট বা ফোরামে পাওয়ার চান্স কম। তাই সেগুলি মুগ্ধবাংলা এক্সক্লুসিভ। আবার বনকন্যা সিজিন ২/৩ ও বেটি পেজ একই সঙ্গে মুগ্ধবাংলা ও বাংলাপিডিএফ এ প্রকাশিত হয়,তাই সেগুলি মুগ্ধবাংলা ব্যানারে প্রকাশ হলেও এক্সক্লুসিভ নয়। আমি এক্সক্লুসিভ কথাটা সেজন্য মুগ্ধবাংলার ব্যানারের ক্ষেত্রে ব্যবহার করেছি, বই বা পোস্টের ক্ষেত্রে নয়। নতুন আনকোরা সব বই-ই আমার কাছে এক্সক্লুসিভ, কারণ আগে কেউ সেগুলি বাংলায় নিয়ে আসেনি।


16th August, 2019 3:44 PM
#4

@Comicspagol, তোমাকে স্বাগত জানাই! আমাদের সঙ্গে থাকুন, আশা করি আপনি হতাশ হবেন না। অ্যাডের প্রতি বিরক্তি না থাকলে, প্রোফাইলে গিয়ে অ্যাড সাপোর্ট অন করে নিতে পারেন যাতে যে কোনো পেজ সার্ফ করলে অ্যাড-ভিউ পেয়ে তাকে পরে ক্রেডিটে রুপান্তর করে নিতে পারেন।


6th September, 2019 6:38 PM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)